না.গঞ্জের কারাবন্দী বিএনপি নেতা-কর্মীদের বাসায় বহিষ্কৃত নেতা তৈমূর

শেয়ার করুণ

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের ১০ ডিসেম্বরের কর্মসূচীকে ঘিরে নারায়ণগঞ্জে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের পাশে দাঁড়ালেন বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের কারাবন্দি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। এসময় আইনগত সহায়তা ও যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গিকার করেন তিনি।

এসময় তিনি শহরের আল্লামা ইকবাল রোডের মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি হামিদুর রহমান সুমনের বাসায়, শহরের পাইকপাড়ায় যুবদল নেতা শামসুল হকের বাসায় ও জল্লারপাড় এলাকার স্বপনের বাসায় যান। প্রতিটি বাসায় গিয়ে কারাবন্দি এসব নেতাদের আইনি সহায়তা ও পরিবারের পাশে তিনি আছেন বলে জানান। এ ছাড়াও পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন এড.আঃহামিদ ভাসানী,মনোয়ার হোসেন শোখন,রশিদুর রহমান রুশো,আক্তার হোসেন খোকন শাহ,জামাল হোসেন,আকতার জোসেন অপু,রাসেল মনির প্রমুখ

এর আগে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে নভেম্বর থেকে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের আইনি সহায়তার জন্য আইনজীবীদের নিয়ে সহায়তা সেল তৈরী করেন তৈমূর। তার এ সেলের মাধ্যমের দলের নেতাকর্মীদের জামিনের জন্য আইনি সহায়তা করেন আইনজীবীরা।

১০ ডিসেম্বরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ থেকে শতাধিক নেতাকর্মী গ্রেফতার হলেও এখন পর্যন্ত দলের জেলা কিংবা মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কোন নেতা কারো খোঁজ খবর নেননি বলে জানান পরিবারের সদস্যরা। এ ছাড়াও এখন পর্যন্ত কেউ তাদের ফোন করেও কোন ধরনের সহায়তা করেননি। দলের জন্য রাজপথে জীবন বাজি রেখে লড়াই এসব নেতাকর্মীদের পাশে দলের দায়িত্বশীল নেতাদের না থাকায় বিস্ময় প্রকাশ করেন অনেক নেতাকর্মী। তবে তৈমূরের খোঁজ খবর নিতে যাওয়ায় দলের পক্ষে কিছুটা আশ্বস্ত হন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুণ