নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জেলা যুবদলেনেতা তাইজুল ইসলাম আল আমিন।
২৮ জুন বুধবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ঈদ শুভেচ্ছা জানান সাবেক এই ছাত্রদলনেতা।
শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা আল আমিন বলেন, ২৯ জুন, সারাদেশের মতো নারায়ণগঞ্জেও পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের প্রত্যেকটি মানুষকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদুল আজহা উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি যুব সম্রাট সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার পক্ষ থেকে মুক্তিকামী যুবকদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহবান জানাচ্ছি।
আজ দেশের সাধারণ মানুষ ভালো নেই। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্যবৃদ্ধিতে জন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিদ্যুৎ ও গ্যাসের মুল্যবৃদ্ধিতে দেশের জনগন আরো বিপাকে পড়েছে। দুর্নীতি আর লুটপাট করে সরকার দেশের অর্থনীতিকে নিয়ে গেছে ধ্বংসের দ্বারপ্রান্তে। বিভিন্ন উন্নয়নের নামে সরকারী দলের নেতারা পকেটভারী করছে, তারা আঙ্কুল ফুলে কলাগাছ হয়ে গেছে। এমতাবস্থায় দেশের মানুষকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে রক্ষা করতে শেখ হাসিনার পদত্যাগ, নিত্যপ্রয়োজনীয় পন্যের মুল্য কমানোসহ বিএনপি ১০ দফা দাবী দিয়েছে। দেশের সাধারণ মানুষের স্বার্থরক্ষায় পেশকৃত ১০ দফা বাস্তবায়নের জন্য রাজপথে সক্রিয় রয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঈদের পর আসছে একদফা দাবী। এক দফা দাবী বাস্তবায়নে এখন থেকেই নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে। কোরবানির ঈদ পালন শেষে ত্যাগের দীক্ষা নিয়ে নারায়ণগঞ্জ থেকেই জাতীয়তাবাদী যুবদলই প্রথম শেখ হাসিনার পতন আন্দোলনকে ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি। নারায়ণগঞ্জ জেলা বিএনপি, জেলা যুবদল ও কেন্দ্রীয় যুবদলের নির্দেশে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবসময় রাজপথে আছি, থাকবো, ঈদ মোবারক।