নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন শাহ্ ফয়েজ উল্লাহ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। গতবার প্রার্থী হয়েও সরে দাঁড়ান ফয়েজ উল্লাহ।
তবে এইবার সরবেন না বলে জানালেন তিনি। ফয়েজ উল্লাহ বলেন, এইবার শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো। জনগণ চাইবো কাউন্সিলর হয়ে তাদের পাশে দাঁড়াবো।
