“নতুনত্বে সাথে থাকুন, পাশে পাবেন” এই প্রতিপাদ্যকে ধারন করে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব যাত্রা শুরু করতে যাচ্ছে।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রস্তুতিমূলক পরামর্শ সভায় সভাপতিত্ব করেন মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

অনলাইন প্রেসক্লাবের সমন্বয়কারী ও একুশের কাগজের সম্পাদক এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন শিক্ষা তথ্য ডটকমের সম্পাদক জিকে রাসেল, বাংলা সংবাদ ডটনেটের সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া।

নিউজ ব্যাংক ২৪ ডটনেটের আল মামুন খান, নারায়ণগঞ্জ বুলেটিনের সম্পাদক মাজহারুল ইসলাম, দৈনিক বাংলা ৭১ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ শান্ত, বিপি নিউজের সম্পাদক আরিফুর রহমান, পাঠক কণ্ঠ ডটকমের মেহেদী মঞ্জুর বকুল ও দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার বিথী রহমান।
সভায় নারায়ণগঞ্জ অনলাইন প্রসক্লাবের নতুন সদস্য সংগ্রহ এবং যাচাই বাছাই করে সদস্য পদ প্রদানসহ অনলাইন সাংবাদিকতার উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভায় সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন মিডিয়ার সাথে সংশ্লিষ্ট সংবাদকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।
এছাড়া প্রস্তুতিমুলক সভায় আরও উপস্থিত ছিলেন চ্যানেল ২১ এর মোঃ আবু বক্কর, নিউজ ডিপি ২৪ ডটকমের কাউছার মাহবুব, নারায়ণগঞ্জ বুলেটিনের মোঃ সিফাত উল্লাহসহ বিভিন্ন অনলাইন পত্রিকার সংবাদকর্মীরা।
