ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাঢ়াস্থ হক প্লাজার ২য় তলায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে ব্রান্ড শপ Zaarra’h 313 ফ্যাশন হাউজ নামের শোরুম।
২৮ জানুয়ারী (শনিবার) বিকেলে অনাড়ম্বর আয়োজনে ফিতা ও কেক কেটে শুভ উদ্ভোধন করেন চ্যানেল আই সেরা কন্ঠস্বর খ্যাত কানিজ খাদিজা তিন্নি এবং বিশিষ্টজনের উপস্থিতে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও যুবলীগ নেতা এইচ.এম রাসেল, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ,নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও যুবলীগ নেতা হামদান উর রহমান শান্ত, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক সাইমন ইসলাম(বীর মুক্তিযোদ্ধার সন্তান), এম এ মান্নান ভূঁইয়া
চেয়ারম্যান,মানব কল্যাণ পরিষদ। সমাজসেবী ও উদ্দ্যোক্তা মনোয়ারা আলো, আলহাজ্ব সলিম মোল্লা, হাজী সিরাজুল মুন্সি, বিল্লাল,মালেক মুন্সি মুন্সি,মোক্তার সরদার,বাদল, কায়েস,সাজ্জাদ হোসেন কমল, খোকন, শান্তা, রিয়া, আকলিমা আনোয়ার সুমি, অশি, শিফা, বালি, ইভানা প্রমুখ।
আধুনিকতার ছোঁয়া ও রুচিশীল পোষাকের বাহার সমাহার নিয়ে রমনীদের চাহিদা মেটাতে দেশী ও বিদেশী নানান ডিজাইনের পোষাক, ব্যাগ,গহনা, সানগ্লাস, হাতঘড়ি এবং লিংগারিজ দিয়ে ব্রান্ড শপটিকে সাজানো হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্ণধার আফসানা আহমেদ জেসি বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পোন্নত ও ঐতিহ্যবাহী জেলা হিসেবে দেশ সহ বিশ্বে পরিচিত একটি নাম। তাই নারায়ণগঞ্জে বসবাসরত রমনীদের কথা চিন্তা করে আধুনিকতার ছোয়ায় ব্রান্ড শপটিকে সাজানো হয়েছে । আমরা সকল বয়সী নারীর কথা চিন্তা করে দেশী ও বিদেশি আধুনিক পন্যে শো রুমটি সাজিয়েছি। একজন নারী তার চাহিদা অনুযায়ী অতি সহজে ও সুলভ বাজার মূল্যে আমাদের শো রুম ও ফেইসবুক অনলাইন পেইজ হতে পোশাক ও পণ্য ক্রয় করতে পারবেন।