নারায়ণগঞ্জে যাত্রা শুরু করল ব্রান্ড শপ ‘Zaarra’h313’

শেয়ার করুণ

 

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষাঢ়াস্থ হক প্লাজার ২য় তলায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে ব্রান্ড শপ Zaarra’h 313  ফ্যাশন হাউজ নামের শোরুম। 

২৮ জানুয়ারী (শনিবার) বিকেলে অনাড়ম্বর আয়োজনে ফিতা ও কেক কেটে শুভ উদ্ভোধন করেন চ্যানেল আই সেরা কন্ঠস্বর খ্যাত কানিজ খাদিজা তিন্নি এবং বিশিষ্টজনের উপস্থিতে। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও যুবলীগ নেতা এইচ.এম রাসেল, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ,নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও যুবলীগ নেতা হামদান উর রহমান শান্ত, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক সাইমন ইসলাম(বীর মুক্তিযোদ্ধার সন্তান), এম এ মান্নান ভূঁইয়া

চেয়ারম্যান,মানব কল্যাণ পরিষদ। সমাজসেবী ও উদ্দ্যোক্তা মনোয়ারা আলো, আলহাজ্ব সলিম মোল্লা, হাজী সিরাজুল মুন্সি, বিল্লাল,মালেক মুন্সি মুন্সি,মোক্তার সরদার,বাদল, কায়েস,সাজ্জাদ হোসেন কমল, খোকন, শান্তা, রিয়া, আকলিমা আনোয়ার সুমি, অশি, শিফা, বালি, ইভানা প্রমুখ। 

আধুনিকতার ছোঁয়া ও রুচিশীল পোষাকের বাহার সমাহার নিয়ে রমনীদের চাহিদা মেটাতে দেশী ও বিদেশী নানান ডিজাইনের পোষাক, ব্যাগ,গহনা, সানগ্লাস, হাতঘড়ি এবং লিংগারিজ  দিয়ে  ব্রান্ড শপটিকে সাজানো হয়েছে। 

প্রতিষ্ঠানটির কর্ণধার আফসানা আহমেদ জেসি বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পোন্নত ও ঐতিহ্যবাহী জেলা হিসেবে দেশ সহ বিশ্বে পরিচিত একটি নাম। তাই নারায়ণগঞ্জে বসবাসরত রমনীদের কথা চিন্তা করে আধুনিকতার ছোয়ায় ব্রান্ড শপটিকে সাজানো হয়েছে । আমরা সকল বয়সী নারীর  কথা চিন্তা করে দেশী ও বিদেশি আধুনিক পন্যে শো রুমটি সাজিয়েছি। একজন নারী তার চাহিদা অনুযায়ী অতি সহজে ও সুলভ বাজার মূল্যে আমাদের শো রুম ও ফেইসবুক অনলাইন পেইজ  হতে পোশাক ও পণ্য  ক্রয় করতে পারবেন।

নিউজটি শেয়ার করুণ