নারায়ণগঞ্জে এক রাতে ৬ বাড়িতে ডাকাতি

শেয়ার করুণ

জেলার আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় রবিবার (১৭ জুলাই) দিবাগত রাতে ৬ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এর মধ্যে স্থানীয় দুপ্তারা ইউনিয়নের কামরানীর চর হাটখোলাপাড়া এলাকায় পরপর চারটি বাড়িতে ডাকাতদল হানা দেয়। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। কিন্তু কাউকে আটক করতে পারেনি। জানা গেছে, কামরানীর চর বাজারের ব্যবসায়ী সাঈদ মোল্লার বাড়িতে একদল মুখোপড়া ডাকাতদল বিল্ডিংয়ের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে।

পরে তারা ঘরে আসবাবপত্র তছনছ করে। এক পর্যায়ে আলমারী ভেঙে ৫০ -৬০ হাজার টাকা, একটি দামী মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এসময় পরিবারের সদস্যকে প্রাণনাশের হুমকি দিয়ে অকথ্যভাষায় গালাগালি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর থেকে এই পরিবারের সদস্যদের মধ্যে আতংক বিরাজ করছে। একই রাতে কামরানীর চর হাটখোলাপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী মান্নান ভূঁইয়া, অটো চালক সাবুল ও ব্যবসায়ী রায়হান খন্দকারের বাড়িতে ডাকাতদল হানা দিয়ে স্বর্ণলঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুটে নেয় বলে অভিযোগ করেন স্থানীয় যুবক কামরুল।

স্থানীয়রা বলেন, এভাবে একের পর এক বসতবাড়িতে রাতের আধারে ঘুমন্ত মানুষের সর্বস্ব লুট করা হচ্ছে। কিন্তু পুলিশ কিছুই করতে পারছেনা। ডাকাত আতংকে রাতের আধারে মানুষ ঘুমাতে পারছেনা। পুলিশের টহল বাড়ানোর দাবী জানান এলাকাবাসী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুবৃর্ত্তদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুণ