নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় (১৯ মার্চ সকাল ৮টা- ২০ মার্চ সকাল ৮টা) নতুন করে ৩২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে পুরো জেলায় করোনা শনাক্ত দাঁড়ালো ৯২৭৫ জন।
২০ মার্চ (শনিবার) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। আগের দিন ১৯ মার্চ শনাক্ত হয়েছিলেন ৪৪ জন।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯৮টি। এ নিয়ে নমুনা সংগ্রহ দাঁড়ালো ৮০৬২৪টি।
পুরো জেলায় শনাক্ত ৯২৭৫ জন রোগীর সুস্থ হয়েছেন ৮৭৭৩ জন। করোনা নিয়ে মৃত্যু হয়েছে ১৬২ জনের। এখনো চিকিৎসাধীন আছেন ৫০২ জন।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ