আজ শুক্রবার ২৬ ফ্রেব্রুয়ারি ,হ্যারিটেজ স্কুল প্রাঙ্গনে নারায়ণগঞ্জে বসবাসরত এসএসসি ১৯৯২ এর প্রাণের সংগঠন “সতীর্থ-৯২”এর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পবিত্র কুরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে মিলনমেলা শুরু হয়।

“সতীর্থ-৯২”এর আহবায়ক ইউসুফ আলী সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব এড.সোহেল মিয়ার সঞ্চালনায় স্মৃতিচারণ করেন সংগঠনের যুগ্ম আহবায়ক আফরোজা খন্দকার লুনা,যুগ্ম আহবায়ক ফারুক মহসীন,যুগ্ম আহবায়ক শাহ জামান রানা,যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন,আফজাল হোসেন,শান্ত আহম্মেদ,এড.মুক্তা,ডা.ফৌজিয়া ইয়াসমিন সিন্ধা,ডালিম,ফারুক মোহসীন,সোহেল ও সাবিনা।
অনুষ্ঠানে যুগ্ম আহবায়ক এমএম ফরহাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। স্মৃতিচারণ শেষে বিভিন্ন খেলা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।সন্ধ্যায় মনোজ্ঞ ব্যান্ড শো, বারবিকিউ ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
