নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি করা হয়েছে।

আজ সোমবার (৩১ জুলাই) আগামী এক বছরের জন্য ৬ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এই কমিটি অনুমোদন দেন।

কমিটিতে মেহেদী হাসান সম্রাটকে সভাপতি ও মো. রাসেল প্রধানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

কমিটিতে আনারুল হক, অনাবিল দাশ নির্ঝরকে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সিমান্ত মল্লিক ও সাংগঠনিক সম্পাদক পদে সম্রাট সুফিয়ানের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে হাবিবুর রহমান রিয়াদকে সভাপতি ও হাসনাত রহমান বিন্দুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরে ২০২২ সালের নারায়ণগঞ্জ
সিটি কর্পোরেশন নির্বাচনের আগের দিন মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুণ