নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব শ্রী চন্দন শীলের সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ- দপ্তর সম্পাদক হাজী রাজিব হোসেনন মিঠু।
১৮ সেপ্টেম্বর সকালে জামতলাস্থ চন্দন শীলের নিজ বাস ভবনে শুভেচ্ছা বিনিময় করেন রাজিব হোসেন মিঠু। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চন্দন শীল বলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরন করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আদর্শকে বুকে ধারন করে সততা এবং আদর্শের সাথে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভাবে কাজ করছি। কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দলের মনোনয়ন দিয়েছেন।
রাজনীতি করতে গিয়ে আমার দুই পা হারালেও আমি আমার রাজনৈতিক সহ যোদ্ধা নেতা কর্মীদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। তাদের ভালবাসা আমার কাছে শ্রেষ্ঠ পাওয়া। নারায়নগঞ্জ বাসিকে সেবা করার মাধ্যমে তাদের মাঝে বেঁচে থাকতে চাই।