নবগঠিত না.গঞ্জ মহানগর ছাত্রলীগের শোক র‍্যালী

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ শহরে শোক র‌্যালী করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই র‌্যালীর আয়োজন করা হয়।

আজ সোমবার (১৪ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু সড়কে এই শোল র‌্যালী অনুষ্ঠিত হয়।

শহরের চাষাঢ়া এলাকা থেকে শুরু হয়ে দুই নং রেলগেট এলাকায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে র‌্যালীটি শেষ হয়।

এসময় মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল প্রধানের নেতৃত্বে মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শোক র‌্যালীতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুণ