আমির হোসেন বেপারীকে আহবায়ক ও সুমন আহমেদকে সদস্য সচিব করে
জাতীয়তাবাদী কৃষকদল, ফতুল্লা থানা শাখার ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
২২ মে সোমবার জাতীয়তাবাদী কৃষকদল,
নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক ডাঃ সাহীন মিয়া ও সদস্য সচিব মোঃ কায়সার রিফাত সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা কৃষকদলের এই নতুন কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটিতে মোঃ নাছির প্রধানকে সিনিয়র যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে জেলা কৃষকদলের আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে শাহআলম পাটোয়ারী ও রয়েল চৌধুরীর নেতৃত্বাধীন থানা কৃষকদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষনার পর নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক ডাঃ সাহীন মিয়া ও সদস্য সচিব মোঃ কায়সার রিফাত গণমাধ্যমকে জানান, আমির বেপারী ও সুমন আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে ফতুল্লা থানা কৃষকদল আগের চেয়ে আরো সুসংগঠিত হবে, সেই আগামী সরকার বিরোধী আন্দোলনে ফতুল্লা থানা কৃষকদল অংগভাগে থেকে নেতৃত্ব দিবে।
এদিকে ফতুল্লা থানা কৃষকদলের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনার পরপরই আহবায়ক, সদস্য সচিবসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।