নটরডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

শেয়ার করুণ

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভর্তি যোগ্যতা ও অনলাইন আবেদনের তারিখ জানানো হয়েছে। আগামী ৭ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ndc.edu.bd ওয়েবসাইটে ভর্তি আবেদন করা যাবে।

দেশ সেরা এই কলেজে ভর্তি হতে হলে অনলাইনে আবেদনের পর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি পরীক্ষায় নম্বর যুক্ত করে চুড়ান্ত ভর্তির মেধাতালিকার রেজাল্ট প্রকাশ করা হবে।

ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ০১৯৪৭৭৭৩৭০৩ নম্বরে অনলাইনে বিকাশ মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।

ভর্তি আবেদনের ঠিকানা: https://ndc.edu.bd

নটরডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, বিজ্ঞান বিভাগের বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির জন্য আবেদন করতে হলে এসএসসিতে ন্যূনতম জিপিএ-৫ (উচ্চতর গণিত সহ) থাকতে হবে।

মানবিক বিভাগে উভয় ভার্সনে (বাংলা ও ইংরেজী) ভর্তির ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে জিপিএ-৩।

ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪ দশমিক ৫০।

এসএসসি বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজী মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ও-লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শাখায় ভর্তির আবেদন করেছেন, তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

আর যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছেন, তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।

মানবিক বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান।

ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান।

নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার আবেদন, পরীক্ষার ফি, ভর্তির যোগ্যতা ও প্রশ্নের মানবন্টন বিষয়ে বিস্তারিত জানুন নিচের ভর্তি বিজ্ঞপ্তি হতে।

উল্লেখ্য, ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারী কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুণ