নগরীর পাইকপাড়ায় গৃহবধূ খুন

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ শহরের ১৭নং ওয়ার্ডের পাইকপাড়ায় নূরজাহান বেগম (৫০) গৃহবধূ খুন হয়েছে। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত করে হত্যা করে। ওই সময়ে তার গলায় ও হাতে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে জানিয়েছেন পরিবারের লোকজন। ৩ মে বিকেলে পুলিশ নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে।

নিহত নূরজাহান স্থানীয় রমজান মোল্লার স্ত্রী। রমজান গাড়ি চালক।

পরিবারের লোকজন জানান, সকালে স্বামী ও ছেলে বাসার বাইরে যান। বিকেলে আশেপাশের লোকজন এসে ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। দুর্বৃত্তরা এসে ঘরে মালামাল ও আসবাবপত্র তছনছ করে। নিহতের গলায় ও হাতে থাকা স্বর্ণ নিয়ে গেছে। এছাড়া ঘরে থাকা কিছু টাকাও নিয়ে গেছে।

সূত্র: নিউজ নারায়ণগঞ্জ

নিউজটি শেয়ার করুণ