নগরীর দেওভোগ থেকে হেরোইন সহ যুবক আটক

শেয়ার করুণ

নগরীর দেওভোগে এক যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে ফতুল্লার দেওভোগের আমজাদ হোসেন ডালুর বাড়ীর সামনে থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত যুবকের নাম সুমন মন্ডল (৩০)। সে ফতুল্লা দেওভোগ মাদ্রাসা এলাকার হরিপদ মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির (২) শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেওভোগ এলাকায় অভিযান চালায়। এ সময় ৮০ পুরিয়া হেরোইনসহ সুমন মন্ডলকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুণ