সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে মিজমিজির টিসি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃতর নাম জসিম (৩৫), তার কাছে থেকে ১৩ ইঞ্জি লম্বা স্টেইলনেস স্টীলের তৈরি একটি সুইচ গিয়ার চাকু ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকৃত জসিম পাইনাদী নতুন মহল্লা এলাকার আবু সাঈদের ছেলে এবং ১নং ওয়ার্ড যুবলীগ নেতা পরিচয়দানকারী টাইগার ফারুকের ভাই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান, গতকাল রাতে গোপন সংবাদের মাধ্যমে আসামী জসিমকে, মিজমিজির টিসি রোড এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বাড়ির সামনের গলি থেকে তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। জসিমকে আটক করার সময় তার সহযোগী আরো তিনজন দৌড়ে পালিয়ে যায়। জসিমের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামী জসিমকে আদালতে পাঠানো হয়েছে।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ