দ.মাসদাইরে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ তোফাজ্জল , থানায় জিডি

শেয়ার করুণ

সদর উপজেলার ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকায় নিজ বাসা থেকে কাজের কথা বলে বের হয়ে নিখোঁজ রয়েছেন তোফাজ্জল হোসেন (৫২) নামে এক ব্যাক্তি। নিখোঁজ ব্যাক্তির সন্ধানে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে নিখোজ তোফাজ্জল হোসেনের পুত্র আবরার তামিজ।

জিডিতে উল্লেখ করা হয় গত রবিবার (১১ সেপ্টেম্বর) বিকাল অনুমানিক ০৫.৩০ টার সময় মোঃ তোফাজ্জল
হোসেন (৫২) বাড়ৈভোগ এলাকার ঠিকানার নিজ বাসা হতে কাজের কথা বলে বের হয়ে যায় এবং সে
রাত অনুমানিজ ১১.০০ টার সময় বাসায় ফিরে আসবে বলে জানায়। এর মধ্যে নিখোঁজ তোফাজ্জলের সাথে গত রাত ১০.২১ টার সময় পর্যন্ত পরিবারের মোবাইলে যোগাযোগহয়। পরবর্তীতে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

আত্মীয় স্বজন ও সম্ভাব্য স্থানে খোজ করেও নিখোজের কোনসন্ধান পাওয়া যায় নি। নিখোজের দিন তারপরনে ছিল- ব্লু গেঞ্জি ও বিস্কিট রঙের প্যান্ট।

নিউজটি শেয়ার করুণ