দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিদ্ধিরগঞ্জ থানা কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে সোমবার (১৪ মার্চ) বিকেল চারটায় চিটাগাং রোড ট্যাক্সিস্টান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে নিচ্ছেন। বর্তমান সরকারের কর্তাব্যক্তিদের বক্তব্যে ব্যবসায়ী সিন্ডিকেট আরও উৎসাহিত হচ্ছে। অবিলম্বে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের বাঁচার দাবি নিয়ে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল আহ্বান করেছে।
এ ন্যায্য দাবির হরতালে দেশবাসীর অংশগ্রহণ ও সমর্থন কামনা করছি। আশাকরি সাধারণ মানুষ এ হরতাল কর্মসূচি সফল করতে এগিয়ে আসবেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আঃ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড দিলীপ দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড দুলাল সাহা, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিমল কান্তি দাস ও সিপিবি চিটাগাং রোড শাখা সম্পাদক কমরেড আঃ ছালাম।
