দেশে করোনাভাইরাস প্রতিরোধে চলমান টিকাদান কার্যক্রমে আগামী ১২ আগস্ট থেকে মডার্নার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিন থেকে শুরু হবে মডার্নার দ্বিতীয় ডোজের টিকাদান।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১২ আগস্টের পর সারাদেশে মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ ও দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ হবে। তবে যেসব স্থানে উক্ত ভ্যাকসিনের প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে সেসব স্থানে দ্রুত ১ম ডােজ দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডােজ দেওয়া শুরু করতে হবে।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশন এলাকাগুলোতে মডার্নার টিকাদান কর্মসূচি শুরু হয়
সূত্রঃ ঢাকা ট্রিবিউন
