সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী আনিসুর রহমান প্রধান মিশু মনে করেন, বি এন পি জামাত পাকিস্তানের প্রেতাত্মারা অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য পিছন থেকে কল- কাঠি নেড়ে আবারও দেশকে অস্থিতিশীল ও অশান্ত করার পায়তারা করছে।
আজ ২৮ শে মার্চ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন ।
মিশু বলেন , মোদি বাংলাদেশ এসে ঘুরে চলে গেছেন,তাকে তো কিছু করার সামর্থ্য নাই। শুধু শুধু সাধারণ মানুষকে অশান্তি ও ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে বেআইনি ভাবে ক্ষমতা দখল করার জন্য, এর প্রমান হচ্ছে ,রাজধানীতে গাড়ি পোড়ানোর নির্দেশনা দেয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
দেশদ্রোহিতা ও প্রতিহিংসাপরায়ণ আচরণ এর জন্য তাদের সাজা পাওয়া উচিত ! এ যেন ৭১ এর হানাদার ও রাজাকার দের প্রতিচ্ছবি।
বিবৃতিতে তিনি পবিত্র কোরানের আয়াত – সমূহ উল্লেখ্য করে বলেন,”ফিতনা বা সন্ত্রাস হত্যার চেয়েও ভয়াবহ” [সূরা আল বাকারা : ১৯১] ‘আল্লাহ্ তায়ালা ফাসাদ, দাঙ্গা-হাঙ্গামা ও ধ্বংসাত্মক কর্মকান্ডকে আদৌ পছন্দ করেন না।’ [সূরা আল বাকারা : ২০৫] । ধর্মের নামে সন্ত্রাস-সহিংসতা রুখে দিতে হবে, এর জন্য সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এক হয়ে এই নাশকতা মোকাবেলা করতে হবে ।
