দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ৯১ হাজার ৯৬ টাকা।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে চলতি মাসের ( ৪ ফেব্রুয়ারি) সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় । এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯২ হাজারের বেশি গিয়ে দাঁড়ায়। এছাড়া চলতি বছরের ১৫ জানুয়ারি, ৮ জানুয়ারি, গত বছরের ৩০ ও ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। ফলে দুই মাসের ব্যবধানে দেশের বাজারে ছয় দফা সোনার দাম বাড়ে।