কোলাহল মুক্ত একটু নির্মল পরিবেশে বন্ধু কিংবা পরিবারের সদস্যদের নিয়ে নগরীর আশেপাশে ঘুরে আসতে চাইলে ঘুরে আসতে পারেন ফতুল্লার কুতুপুরের দেলপাড়ার পেয়ারাবাগান এলাকায়।
নিরিবিলি পরিবেশে প্রকৃতির কাছাকাছি যাওয়ার পাশাপাশি বাশ ও কাঠের সমন্বয়ে নির্মিত খাবাবের দোকানের সতেজ খাবার আপনার ভ্রমণে নিঃসন্দেহে যুক্ত করবে নতুন মাত্রা। পুকুর পাড়ে হাটার সময় দখিনা বাতাস আপনার মনকে দুলিয়ে যাবে। ভ্রমণ ও খাবারের জন্য জনপ্রিয় এই এলাকায় দোকানগুলো গড়ে উঠার গল্পটা ছিল ভিন্ন।

করোনার সময় জীবন ও জীবিকা নিয়ে মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত। চাকুরী হারিয়ে মানুষ যখন মানুষ বিকল্প আয়ের উৎস খুজতে ব্যস্ত ঠিক সেই সময়েই কুতুবপুরের দেলপাড়ায় এক তরুনী খুলে বসেন রেস্তোরা। দেলপাড়া পাওয়ার হাউসের পাশে পুকুরের পাড়ে বাশ আর কাঠের সরঞ্জাম দিয়ে তৈরী করেন রেস্তোরা।

ফাস্টফুড আইটেম দিয়ে চালু করলেও ধীরে ধীরে বাড়তে থাকে খাবাবের আইটেম। তার দেখাদেখি আরও কয়েকজন তরুন উদ্যোক্তাও খাবারের দোকান দেন। খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠে দেলপাড়ার পেয়ার বাগান।

প্রতিদিন বিকেল থেকে রাত অবদি ভোজন প্রেমিদের পদচারনায় মুখর হয় এই এলাকা। শুক্রবার দিন ভীড় থাকে আরও বেশী। রেইনবো ফাস্ট ফুড ও কফি হাউজ, বেগুন বাড়ী, নয়ন ভাইয়ের দোকান,ফুড ভ্যালী, শুক্কুর ভাইয়ের ঝাল মুড়ি এখন ঐ এলাকার মানুষের মুখে মুখে।

