দেওভোগ বাশমুলি এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের সদর উপজেলার দেওভোগে আফজাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় দেওভোগের হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের ভাই মোফাজ্জল হোসেন অভিযযোগ বলেন, সকাল ৯টার দিকে বাশমুলি এলাকা দিয়ে যাচ্ছিলেন আমার ভাই। এ সময় রাজু বাহিনীর রাজু প্রধান, রাসেল, তার ভাই রাশেদসহ ১০-১২ জন মিলে তাকে হাসেমবাগ এলাকায় তুলে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে ভাইকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি আরও বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের সঙ্গে বিরোধ চলছিল। আমার ভাইয়ের বিরুদ্ধে ওরা কিছুদিন আগে ৪-৫ টা মিথ্যা মামলা করেছে।’

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রেজাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছুদিন আগে ওই এলাকার রাশেদ নামে এক যুবককে কুপিয়ে জখম করেন আফজাল। ওই যুবক বেঁচে গেলেও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। আজ সকালে আফজালকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে রাশেদের ভাই রাসেল ও তার লোকজন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আফজালের বিরুদ্ধে থানায় ১৪টি মামলা রয়েছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

নিউজটি শেয়ার করুণ