ডাকাতির প্রস্ততিকালে ফতুল্লা মডেল থানার শীর্ষ স্থানীয় সন্ত্রাসী এক ডজনেরও বেশী মামলার পলাতক আসামী আলাউদ্দিন ওরফে হিরা(৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র সহ ব্যবসায়ী রাশেদ কে কুপিয়ে ছিনিয়ে নেয়া মোটরসাইকেলটি ও উদ্ধার করে পুলিশ।
গত বুধবার রাতে তাকে ফতুল্লা মডেল থানা সীমান্তের দেওভোগ বাশমুলি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হিরা ফতুল্লা মডেল থানার ভোলাইল শান্তিনগর এলাকার সফর আলী মাঝির পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর নেতৃত্ব উপ- পরিদর্শক গিয়াস উদ্দিন,মিজানুর রহমান সজিব,সহকারী উপ-পরিদর্শক শেখ রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিপুর বাশমুলি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্র সহ দূর্ধর্ষ সন্ত্রাসী হিরা কে গ্রেফতার করে। তবে এ সময় তার সহোযোগিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়,গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় তেরোটি মামলা রয়েছে।বুধবার রাতে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্র সহ গ্রেফতার করা হয়। কয়েক মাস পূ্র্বে রাশেদ নামক এক ব্যক্তি পিটিয়ে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।