দিপু ভূইয়ার নেতৃত্বে বিএনপি’র পদযাত্রায় হাজার হাজার নেতাকর্মী

শেয়ার করুণ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি ও বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিসহ ১০ দফা আদায়ের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত পদযাত্রা সফল করার লক্ষে কেন্দ্রীয় কমিটির কার্যকরী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের ঢল।

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে এই পদযাত্রা করছে বিএনপি।

এতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপি কতৃক আয়োজিত পদযাত্রায় খানপুর হাসপাতাল সড়কে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্দেশ এ রুপগঞ্জে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে পদ যাত্রায় যোগদান করে।

জেলা বিএনপি কতৃক আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

নিউজটি শেয়ার করুণ