দক্ষিন কোরিয়ার বিপক্ষেই মাঠে নামছেন নেইমার!

শেয়ার করুণ

নক আউট পর্বের গ্রুপ অফ সিক্সটিনে দক্ষিন কোরিয়ার সাথে লড়াই শুরু হওয়ার আগে সুখবর পেল শিরোপা প্রত্যাশী ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির ফরোয়ার্ড নেইমার চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন।

রোববার সংবাদ সম্মেলনে সেলেসাও কোচ তিতে পিএসজি তারকা নেইমারের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের আসরে সার্বিয়ার বিপক্ষে দলের প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। ফলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারেননি তিনি।

নিউজটি শেয়ার করুণ