ফতুল্লার আলোচিত এলাকা তল্লায় পরিত্যাক্ত স্থান থেকে একটি দেশীয় তৈরী রিভলবার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) শেষরাতে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে, তল্লা ছোট মসজিদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পেছনে, পরিত্যক্ত স্থান থেকে রিভলবারটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ তল্লা ছোট মসজিদ এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন একটি ভবনের পেছন থেকে পরিত্যক্তবস্থায় রিভলবারটি উদ্ধার করে। এই রিভলবারটি কার বা কে রেখে গেছে, সেটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সুত্রঃ লাইভ নারায়ণগঞ্জ