আজ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মাঠে নামার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।
আজ সোমবার (১০ জানুয়ারি) নিজ জেলায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নৌকার জন্য যেভাবে নামা উচিত আমার, সেভাবে নামতে পারিনি। তবে আজকে থেকে নামলাম।’
তৈমূরকে সমর্থন দেওয়ার বিষয়ে সেলিনা হায়াৎ আইভীর অভিযোগের বিষয়ে শামীম ওসমান বলেন, ‘নির্বাচন করতে গেলে অনেক সময় মাথার স্ক্রু ঠিলা হয়ে যায়। উনি বলছেন সেটা ওনার বিষয়। আমি যদি তার প্রশ্নের উত্তর দিতে যাই, তাহলে তার নির্বাচনে ইফেক্ট ফেলবে।’
‘আপনাকে গদফাদার কেন বলা হয়?’ এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারো যদি ইচ্ছে হয় আমাকে গদফাদার বলতে তো বলবেন। ২ দিন আগে ইচ্ছে হয়েছে ফাদার বলতে, বলেছেন। ৩ দিন আগে মনে হয়েছে ব্রাদার বলতে, বলেছেন। তবে যে যাই বলেন, গডমাদার বইলেন না। কারণ আমি পুরুষ মানুষ। এসব গালি শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তাই এসবে আমি এখন ড্যাম কেয়ার।’
