তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার জন্য গেইম চলছে: শামীম ওসমান

শেয়ার করুণ

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠের নেতৃবৃন্দ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন সংলগ্ন স্কুল মাঠে ওই সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. সাইফুল্লাহ বাদল।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, লন্ডন থেকে যে নির্দেশনা আসছে আপনাদের জন্য জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে। উনি (তারেক রহমান) নির্বাচন করার জন্য কাজ করছেন না। সরকারের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে, তারা প্রয়োজনে তাদের দলের সিনিয়র নেতাদেরকে হত্যা করবে। তারা যে কোন পন্থায় লাশ চাচ্ছে।

তারা নির্বাচন করতে চায় না, তারা নির্বাচন বন্ধ করতে চায়। বিএনপিতে এখন দুইটি গ্রুপ হয়ে গেছে, একটি আম্মা গ্রুপ অন্যটি ভাইয়া গ্রুপ। আম্মা গ্রুপ নির্বাচন করতে চায় আর ভাইয়া গ্রুপ নির্বাচন করতে চান না। লন্ডনে বসে ২০২৮ সালের স্বপ্ন দেখেন, তাই উনি অতিতের যে কোন অস্থিতিশিল পরিস্থিতির থেকে ভয়ঙ্কর কিছু সৃষ্টি করতে চাইছে। তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার জন্য গেইম চলছে।

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান, বিজ্ঞান ও প্র্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মমিন শিকদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুণ