ছাত্রবস্থার রাজনীতির পুরানো চেহারায় যেন ফিরলেন শামীম ওসমান। এবার নিজেই ধরলেন স্লোগান। টানা আধাঘণ্টারও বেশী সময় ধরে নানা ধরনের স্লোগান দিয়ে নেতাকর্মীদের যেমন চাঙ্গা করলেন তেমনি কাঁপালেন ঢাকার রাজপথ।
আজ (শুক্রবার) ২৮ জুলাই দুপুরে শামীম ওসমানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেন।
এর আগে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে গিয়ে জড়ো হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শামীম ওসমানের নেতৃত্বে মিছিল বায়তুল মোকারমে সমাবেশে যোগ দেন। সেখানেই শামীম ওসমান স্লোগান ধরেন।