একজন ব্যক্তি মাঝে মাঝেই বলেন, খেলা হবে। আমি সেই নেতার উদ্দেশ্যে বলতে চাই। সর্বশেষ ১০টি খেলায় বিএনপি জিতেছে, আগামী ৩০ তারিখে ঢাকায় যে খেলা হবে, সেই খেলাতেও বাংলাদেশ জাতিয়তাবাদী দল জিতবে। বাংলাদেশের গণমানুষের বিজয় লাভ হবে। ইনশাআল্লাহ।
যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এই কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
কর্মসূচি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সকল কারাবন্দিদের মুক্তির দাবি জানাচ্ছি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের গণমিছিল ও গণবিক্ষোভ করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অংশ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্য শেষে মিশনপাড়া থেকে গণমিছিল বের করেন নেতাকর্মীরা। পরে চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ করেন। এতে নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁ, বন্দর, সিদ্ধিরগঞ্জসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে এই সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীব উপস্থিত ছিলে