ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে না.গঞ্জে পুলিশি তল্লাশি

শেয়ার করুণ

বিএনপির ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সড়ক ও মহাসড়কে সাতটি স্থানে অবস্থান নিয়েছে পুলিশ। তল্লাশি চৌকি স্থাপন করে সন্দেহভাজন মনে হলে তল্লাশি চালানো হচ্ছে।

শনিবার ভোর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও মৌচাক এলাকায় সাজোয়া যান ও জল কামান নিয়ে অবস্থান করে চেকপোস্ট স্থাপন করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ।

ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা, শিমরাইল, কাঁচপুর সেতুর পূর্বপাশ, মদনপুর ও রূপগঞ্জের ৩০০ ফুট সড়ক,ঢাকা- নারায়নগঞ্জের পুরাতন সড়কের পাগলা- মুন্সিখোলা সহ বিভিন্ন স্থানে স্থাপিত তল্লাশি চৌকিতে থামানো হচ্ছে যানবাহন। তাছাড়া ঢাকা নারায়ণগঞ্জ রোডে বাস চলাচল বন্ধ রয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ৮০০ সদস্য মোতায়েন করা হয়েছে সাতটি স্থানে। মূলত নাশকতামূলক কর্মকাণ্ড বিশৃঙ্খল ঠেকাতে পুলিশ কাজ করছে।

এদিকে যানবাহন না পেয়ে ভোগান্তি পড়েছেন যাত্রীরা। মহাসড়কে বাসসহ গণপরিবহন চলাচল করছে কম। ফলে সিএনজি, লেগুনা পিকআপ ভ্যান ও রিকশায় করে গন্তব্য স্থানের পথে রওনা হচ্ছেন অনেকে। নারায়ণগঞ্জের মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের মিছিল না গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরে মিছিল করেছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, সমাবেশ করবে করুক কিন্তু কোন নৈরাজ্য করতে দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুণ