ড্রোন উড়িয়ে চুরি, সিসি ক্যামেরায় চোরকে দেখা গেল উলঙ্গ অবস্থায়

শেয়ার করুণ

বরগুনায় নির্মাণাধীন একটি বাড়ির দ্বিতীয় তলার বারান্দার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। তবে চুরি করে যাওয়ার সময় চোরকে দেখা যায় উলঙ্গ অবস্থায়। পাশের একটি ভবনে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে চুরির আগে-পরের দৃশ্য ধরা পড়ে।

গত বৃহস্পতিবার (১৮ মে) রাতে পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার ফজলুর রহমানের ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া আলতাফ হোসেনের ফ্লাটে এ ঘটনা ঘটে। এ সময় একটি ডিএসএলআর ক্যামেরা, স্মার্ট ওয়াচ ও আলতাব হোসেনের স্ত্রীর গলার স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে চলে যায় চোরেরা।

ফজলুর রহমানের ভবন ও পাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেছে দেখা গেছে, বৃহস্পতিবার রাত ১টা ২৭ মিনিট থেকে দুই ব্যক্তি আনাগোনা করছে ভবনের আশেপাশে। পরে রাত ২টা ২৭ মিনিটে দেখা যায় সামনের ভবনের একটি সিসি ক্যামেরা ভেঙে ফেলে। ড্রোনের মতো বস্তুও দেখা যায় উড়ে যেতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রোনের মাধ্যমে চোরেরা দেখছেন আশেপাশে কেউ কোথাও আছে কি না। পাশাপাশি দুই ভবনের মাঝখানে জানালার গ্রিল ধরে সানশেডে উঠে ওই ভবনের দ্বিতীয় তলার বেলকনিতে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তারা।

এদিকে একই দিন ৩টা ৪৬ মিনিটে চুরি করে ভবন থেকে যাওয়ার সময় এক চোরকে দেখা যায় নগ্ন অবস্থায় ও দু’জনেই ছিল মুখোশ পরা।

ভবনের মালিক ফজলুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। বাসায় চুরির ঘটনায় শুক্রবার (১৯ মে) থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, এ ঘটনায় ভবনের মালিক থানায় মামলা দায়ের করেছেন। দ্রুত চোরদের শনাক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুণ