বৈশ্বিক মহামারী করোনায় বিপর্যস্ত মানবতার ক্লান্তিলগ্নে করোনা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও দাফন-সৎকার,অক্সিজেন,প্লাজমা,এম্বুলেন্স ও টেলিমেডিসিন সার্পোট এবং খাদ্য,কর্ম ও শিক্ষা সহায়তা প্রদান করায় “এশিয়া বুক অব রেকর্ড” এর স্বীকৃতি লাভ করেছে “টিম খোরশেদ”।
গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারী) ভারতের হায়দ্রাবাদে অবস্থিত “এশিয়া বুক অব রেকর্ড” এর প্রধান কার্যালয় থেকে পাঠানো সনদপত্র, মেডেল ও স্যুভেনির আজ আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে টিম খোরশেদ এর কাছে পৌছেছে।
টিম খোরশেদ এর টিম লিডার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এই অর্জন
কে সকল টিম মেম্বারদের প্রতি উৎসর্গ করে বলেছেন,এই স্বীকৃতি আমাদের সকল স্বেচ্ছাসেবকদের ত্যাগের ফসল ও আল্লাহর রহমত।আমরা আমাদের ওয়াদা মোতাবেক করোনা শেষ না হওয়া পর্যন্ত টিম খোরশেদ সক্রিয় থাকবে ইনশাআল্লাহ।
এছাড়াও এই স্বীকৃতির ব্যাপারে বিস্তারিত আজ শুক্রবার (২১ জানুয়ারী) প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে বলে জানান করোনা হিরো খ্যাত কাউন্সিলর খোরশেদ।