১০৪ তম প্লাজমা ডোনেশন করার এক অনন্য মাইল স্টোন পার করলো টিম খোরশেদ, বিশ্ব মহামারি শুরু হবার পর থেকে টিম খোরশেদ মানব সেবা দিয়ে নিজেদের নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।
গতকাল (২৮ ডিসেম্বর)২০২০,নারায়ণগঞ্জ নিবাসী মনোয়ারা হাসান (৬৬) নামে একজনকে প্লাজমা দেওয়া হয়।
করোনা আক্রান্ত মনোয়ারা রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তার অবস্থা খারাপ এর দিকে গেলে চিকিৎসকগণ প্লাজমা থেরাপি দেওয়ার কথা বলেন, তখন মনোয়ারার পরিবার টিম খোরশেদের সাথে যোগাযোগ করলে, ডোনার রাইদুল হাসান বিনামূল্যে ২০০ এম এল(বি পজিটিভ) প্লাজমা ডোনেট করেন।টিম খোরশেদের ১০৪ তম প্লাজমা ডোনেশন এর সার্বিকভাবে তত্ববধান করেন টিমের স্বমন্বয়কারী আরাফাত খান নয়ন।
