টিটুসহ নেতাকর্মীদের গুলিবিদ্ধ ও আহতের ঘটনার ফতুল্লায় বিএনপির বিক্ষোভ

শেয়ার করুণ

নারায়নগঞ্জ জেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের গুলিতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুসহ বিভিন্ন নেতা-কর্মীদের গুলিবিদ্ধ ও আহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ- সংঘঠনের নেতা-কর্মীরা।

আজ (২০ আগস্ট) রোববার বিকেল চারটার দিকে ৭-৮ হাজার নেতা- কর্মীদের উপস্থিতিতে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়ক হয়ে জালকুড়ি কড়ইতলায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়ক হয়ে জালকুড়ি কড়ইতলায় সংক্ষিপ্ত এক সমাবেশে ফতুল্লা থানার সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মিয়া(মন্টু মেম্বার) ও ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহিদুল্লাহ বলেন, পুলিশ সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। অবস্থান কর্মসূচীতে পুলিশ নির্বিচারে গুলি ছুড়ছেন,পেটাচ্ছেন,গ্রেফতার করছে। সেদিনের ছোড়া গুলিতে শহিদুল ইসলাম টিটুর চোখে গুলিবিদ্ধ হয়। শনিনার(গতকাল) ও পুলিশ বিনা উস্কানিতে গুলি করে হামলা চালিয়েছে। সরকারের সময় ফুরিয়ে এসেছে তাই তারা শেষ সময়ে এসে উম্মাদ হয়ে গেছে। সরকার বিরোধী আন্দোলনে আগামীতে যদি বিএনপির কোন নেতাকর্মী আহত বা গ্রেফতার হয় তাহলে ফতুল্লা থানা বিএনপি সে সকল নেতাকর্মীদের পাশে থাকবে এবং সর্ব প্রকার সহোযোগিতদ করবে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত ফতুল্লা থানা বিএনপি অঙ্গ- সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে থাকবে বলে জানান।

এ ছাড়া বিক্ষোভ মিছিলে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,এনায়েতনগর উয়নিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির,ফতুল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মুসলিম,ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী,ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল হোসেন,কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিস,ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব মো আল আমিন সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুণ