নারায়ণগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ মুক্তার হোসেনের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর ) নগরীর ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জনাব মুক্তার হোসেন জেলা বাস মালিক সমিতির সভাপতির পাশাপাশি অনেক সামাজিক এবং ক্রীড়া সংগঠনের সাথে জড়িত।

তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি,
মাসদাইর বাজার বাইতুল আমান জামে মসজিদের সহ-সভাপতি, নারায়নগঞ্জ জেলা ফুটবল এসোসিয়সনের সহ-সভাপতি, শুকতারা যুব সংসদের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন। দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মাসদাইরের এই কৃতি সন্তানের দ্রুত আরোগ্যের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।
