নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও চ্যারিটি রাইট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যারিটি রাইট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জনাব আশফাক মোহাম্মদ জামান।
এছাড়াও জেলা পুলিশ এবং চ্যারিটি রাইট বাংলাদেশ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
