জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এসব কেন্দ্র ইসি কার্যালয়ের মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হবে।
রোববার (১৬ অক্টোবর) নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মত এনাম উদ্দীন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
ইসি জানায়, নির্বাচনী কেন্দ্র হচ্ছে ৪৬৫টি ও কক্ষ ৯৩১টি। প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় রাখার জন্য আজ নির্বাচনী কক্ষগুলোতে ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
সোমবার দেশের ৬১টি জেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ব্যবহার করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।