জেলা পরিষদ নির্বাচনে সেলিম ওসমানের দোয়া নিলেন অ্যাড. নাছরিন

শেয়ার করুণ

আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ নং এর প্রার্থী নাছরিন আক্তার দেখা করে দোয়া নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একে এম সেলিম ওসমানের।

গতকাল শনিবার (৮ অক্টোবর) সেলিম ওসমানের প্রতিষ্ঠান উইজডম অ্যাটেয়ার্স এর অফিসে সাক্ষাত করেন অ্যাড. নাসরিন। অ্যাডভোকেট নাছরিন আক্তার প্রধান নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের অত্যন্ত আস্থাভাজন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান এর ছোট ভাইয়ের স্ত্রী। নাছরিন আক্তারকে সেলিম ওসমান তার সংসদীয় আসনের ৭ টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশন এর ভোটারদের মাঝে তাকে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য দোয়া চান।

এ্যাডভোকেট নাছরিন আক্তার পেশায় একজন আইনজীবি হলেও সেলিম ওসমানের হাতকে শক্তিশালী করতে নির্বাচনের মাঠে প্রচার প্রচরণায় সরব ভূমিকা পালন করছে। দিন রাত হরিণ মার্কার পক্ষে ভোট চাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে। এসব প্রচরণায় অবিশ্বাস্যভাবে ভোটারদের সাড়া পাচ্ছেন এ্যাডভোকেট নাছরিন আক্তার। তিনি বলেন, উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি জনকল্যানে কারার ইচ্ছা আছে আমার প্রবল। তিনি আরও যোগ করেন যিনি আমার এই ওয়ার্ডে বিগত পাঁচ বছর ছিলেন তেমন কোন দৃশ্যমান কাজ করেনি। এমনকি অনেক ভোটার জানতো ই না তাদের সদস্য কে এই ওয়ার্ডে। এ্যাডভোকেট নাছরিন আক্তার মনে করছেন বন্দর, সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এর ভোটাররা এই বার নতুন মুখ বেছে নেবে এবং তিনি সেই মুখ হবেন এই আশা ব্যাক্ত করেন।

এইদিকে ভোটারদের সাথে কথা বললে তারা জানান, যারা পাঁচ বছরের অধিক সময় জেলা পরিষদের সদস্য ছিলেন তাদেরকে তো দেখি নাই। আবার তাদের ভোট দিয়ে কি হবে? আমরা নতুন মুখ হিসেবে এ্যাডভোকেট নাছরিন প্রধানকে ই চাচ্ছি।

নিউজটি শেয়ার করুণ