বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন কর্তৃক আয়োজিত মিঃ বাংলাদেশ শরীর গঠন প্রতিযোগিতায় ৬৫ কেজিতে দ্বিতীয় হয়েছেন নারায়ণগঞ্জের রিমন হোসাইন।

গতকাল ২৯ ডিসেম্বর এক কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে রিমন এই কৃতিত্ব অর্জন করে ।
রিমন হোসাইন নারায়ণগঞ্জের পিএনএফ জীমের ট্রেইনার হিসেবে নিয়োজিত আছেন

উল্লেখ, বঙ্গবন্ধু বিএবিবিএফ জাতীয় শরীর গঠনের প্রিজাজিং পর্ব শেষে পাঁচটি ওজন শ্রেণিতে চূড়ান্ত পর্বে উঠেছেন ৩৬ জন। ভিআইপি স্পোর্টস অ্যান্ড ফিটনেস, ভিআইপি ফিটনেস, ও রুশলান’স স্টুডিওর পৃষ্ঠপোষকতায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। এবারের সিনিয়র বডিবিল্ডিং প্রতিযোগিতায় আটটি ওজন শ্রেণি, একটি ওপেন ক্যাটাগরিতে মাস্টার বডিবিল্ডিং, পুরুষ ফিজিকে তিনটি উচ্চতায় এবং ওপেন ক্যাটাগরিতে নারী ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে।

