নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের
নেতাকর্মীদেরকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি আরিফুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ শনিবার সকালে রাজধানীর এক আবাসিক এলাকা থেকে তাকে
গ্রেফতার দেখানো হয়। তার এই গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
এছাড়া ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় নারায়নগঞ্জে আইনশৃঙ্খলা
বাহিনী কর্তৃক নগ্ন ও নির্লজ্জ হামলা এবং প্রশাসনের বন্দুকের গুলিতে নিহত যুবনেতা শাওন হত্যার ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ,রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার, সদর, সোনারগাঁ ও ফতুল্লার নেতাকর্মীদের গ্রেফতার
করে মিথ্যা মামলা দায়ের করে। বিভিন্ন মিথ্যা মামলায় এই নেতাকর্মীদেরকে গ্রেফতারেরও
তীব্র নিন্দা জানায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে সকল নিরপরাধ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে
গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।