নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের নিঃশর্ত মুক্তি চাইলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।
আজ শুক্রবার (১৯ মে) বিকালে বিএনপি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আয়োজনে উচ্চ আদালতের নিদের্শনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূনীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি জনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান দীপু। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সভার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠানের সঞ্চালয়না করেন জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।