নারায়ণগঞ্জের আলোচিত সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানের জামিন না মঞ্জুর করেছে আদালত। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ জামিন না মঞ্জুর করেন।
এর আগে, রোববার (৭ মে) দুপুরে প্রিজন ভ্যানে করে আসামী জাকির খানকে আদালতে আনা হয়। পরে বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে জেরা করার পর জামিনের আবেদন করেন আসামী পক্ষের আইনজীবী এড. রবিউল হোসেন।
এসময় মামলার বাদি নিহত সাব্বির আলম খন্দকারের বড় ভাই নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. তৈমূর আলম খন্দকারকেও জেরা করা হয়।
আদালত আগামী ১৩ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
এড. তৈমূর আলম খন্দকার বলেন, কারও সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। এটা কোনো রাজনৈতিক বিরোধ না। আমি আমার ভাই হত্যার বিচার চাই। আশা করি আমরা ন্যায়বিচার পাবো।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রবিউল হোসেন বলেন, আমরা তৈমূর আলম খন্দকারের জেরা শেষ করেছি। আমরা জাকির খানের পক্ষে জামিন চেয়েছিলাম আদালত জামিন মঞ্জুর করেনি। আমরা উচ্চ আদালতে যাবো। আমরা আশা রাখি এই মামলায় আমাদের আসামী নির্দোষ প্রমাণিত হবেন।