দীর্ঘ দিনের শিক্ষকতার জীবনকে বিদায় জানিয়ে অবসরে গেছেন ৬৯ নং পশ্চিম মাসদাইর প্রাইমারী স্কুলের সিনিয়র শিক্ষিকা মনোয়ারা বেগম।
আজ শনিবার (২০ শে মার্চ) স্কুল মিলনায়তনে মনোয়ারা ম্যাডামের এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পশ্চিম মাসদাইরের এই প্রবীন শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জনাব মনির হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ম্যাডামের এক সময়ের ছাত্র এনায়েত নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৮ নং ওয়ার্ড মেম্বার আতাউর রহ মান প্রধান, ৭ নং ওয়ার্ড মেম্বার মীর জাকারিয়া জাকির সহ ম্যাডামের দীর্ঘ দিনের সহকর্মীরা।

দীর্ঘ তিন যুগের শিক্ষকতা জীবনের আনুষ্ঠনিক বিদায়লগ্নে মনোয়ারা ম্যাডাম কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রানপ্রিয় শিক্ষার্থীদের কোলাহলের মাঝে বিদায় নিতে না পারার আক্ষেপ ফুটে উঠেছিল ম্যাডামের চোখে মুখে। জাতি গড়ার এই কারিগরের অবসরকালীন জীবন সুস্থতা আর সুখে কাটুক এই প্রত্যাশা রইলো। নিরক্ষরমুক্ত মাসদাইর গড়ার এই মহীরুর প্রতি নারায়নগঞ্জ বুলেটিনের পক্ষ থেকে রইলো সশ্রদ্ধ সালাম।