বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণই শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরাবে। জনগণই নির্ধারণ করবে কে আগামীতে ক্ষমতায় থাকবে।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পাগলা নয়ামাটি এলাকায় গুলিতে চোখ হারানো বিএনপির ফতুল্লা থানা সভাপতি শহীদুল ইসলাম টিুটুকে দেখতে এসে এসব কথা বলেন তিনি।
বিএনপির ঢাকার প্রবেশপথ অবরোধ কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ছররা গুলিতে চোখ হারান বিএনপি নেতা টিটু। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশের গুলিতে টিটুর চোখ আক্রান্ত হয়েছে।
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী প্রায়ই বলেন, তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। আমার প্রশ্ন, কে তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে? জনগণ চাচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিক। জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কে আগামীতে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতা থেকে সরবে।’
রিজভী বলেন, ‘সরকার যেভাবে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে তার শিকার হলো বিএনপি নেতা টিটু। কেউ কোনো প্রতিবাদ করলে তাকে টিটুর মতো পরিণতি ভোগ করতে হচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ফতুল্লা থানা বিএনপি নেতা শহীদুল্লাহ, লুৎফর রহমান খোকা, বিল্লাল হোসেন প্রমুখ।