ছাত্রলীগের কর্মী সমাবেশে আহম্মেদ কাউসার এর বিশাল শোডাউন

শেয়ার করুণ

”স্মার্ট বাংলাদেশ ” গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষে আয়োজিত বিশেষ কর্মী সভা সফল করতে আহম্মেদ কাউসার এর নেতৃত্বে কয়েকহাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন নিয়ে মিছিল করে যোগদান করা হয়।

মন্ডল পাড়া ব্রিজ হতে ওসমানী স্টেডিয়াম এ সমাবেশ এ যাওয়া হয়। সবুজ ক্যাপ পরিহিত কয়েকহাজার নেতাকর্মীদের দেখার মত শোডাউন দিয়ে চমক দিলেন আহম্মেদ কাউসার। সবার মুখে স্লোগান ছিলো শামীম ওসমান এর ভয় নাই রাজপথ ছাড়িনাই অয়ন ওসমান এর ভয় নাই রাজপথ ছাড়িনাই।

নিউজটি শেয়ার করুণ