নারায়ণগঞ্জের বন্দরে এইচআরবি দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা এবং ভাটার চুল্লিসহ ইট তৈরীর কাচাঁমাল গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ওই ইটভাটার মালিক ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ।
২৬ জানুয়ারী সকাল ১১টায় জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো.আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী সচিব মো. আবু হাসান সহ নারায়ণগঞ্জ র্যাব-১১ এবং জেলা পুলিশের সদস্যরা।

দীর্ঘদিন যাবত জেলার বন্দর উপজেলার জাংগাল ও কেওঢালা এলাকায় অবৈধভাবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এসব ইটভাটা তৈরী করে কৃষিজমির মাটি কেটে ইট তৈরী করছে একটি মহল। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন।
সূত্রঃ নিউজ নারায়ণগঞ্জ
