নারায়ণগঞ্জের প্রয়াত দুই আওয়ামী লীগ নেতা আলী আহাম্মদ চুনকা ও একেএম শামসুজ্জোহা স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ২ নং রেলগেট সংলগ্ন দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ এই আয়োজন করে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।