পথচারীকে চাপা দিয়ে পালিয়েছে বেপরোয়া শীতলক্ষ্যা পরিবহনের একটি বাস। এতে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুর্ঘটনার শিকার যুবক।
আহত ওই যুবকের নাম রাতুল চক্রবর্তী (২৮)। সে কুমিল্লা জেলার মৃত রতন চক্রবর্তীর ছেলে।
চিটাগাং রোড-চাষাঢ়া রোডে চলা এই পরিবহনটি বৃহস্পতিবার (১১মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটায়।
আহত রাতুল চক্রবর্তীর স্বজনরা জানান, কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে পারিবারিক কাজে এসেছিলেন রাতুল চক্রবর্তী। চিটাগাং রোড এলাকায় যাতায়াতের সময় সোয়া ১২টার দিকে পথচারী রাতুলকে চাপা দিয়ে চলে যায় শীতলক্ষ্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সেখানেই রক্তক্ষন হতে থাকে।
এক যুবক রাতুলকে উদ্ধার করে প্রো-একটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। রাতুলের অবস্থা আশঙ্কাজনক। সময় মতো নিয়ে আসলে এ অবস্থা হতো না।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ
